সেন্টমার্টিন দ্বীপ থেকে ট্রলার নিয়ে ফেরার সময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আলী জোহার নামে এক যুবক গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৪ জুন ২০২৪।
সেন্টমার্টিন দ্বীপ থেকে ট্রলার নিয়ে ফেরার সময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আলী জোহার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তবে ট্রলারের বাকিরা অক্ষত আছেন। বৃহস্পতিবার (১৪ জুন) বিকেল ৫টায় টেকনাফ-সেন্টমার্টিন রুটের শাহপরীর দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। আহত আলী জোহার বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ আলী জোহার একজন রোহিঙ্গা যুবক। পেশায় রাজমিস্ত্রী জোহার উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৮৪ ব্লকের বাসিন্দা। তিনি ভবনের নির্মান কাজ করার জন্য সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিলেন। সেখান থেকে একমাস পর ফেরার পথে এই ঘটনা ঘটে।