সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ আগষ্ট ২০২৪।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
কারা এই হামলা চালিয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
”আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনো পারছি না।”
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে।
রোববার দুপুরে কুমিল্লায় আরেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার তথ্য পাওয়া গেছে।