1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

ঢাকা কেরানীগঞ্জে আদ দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় ৫ম শ্রেণীর ছাত্রী মৃত্যু। স্বজনদের আহাজারি। ৪ চিকিৎসক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ঢাকা কেরানীগঞ্জে আদ দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় ৫ম শ্রেণীর ছাত্রী মৃত্যু। স্বজনদের আহাজারি। ৪ চিকিৎসক আটক

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,আদালত বার্ত
১৯ মার্চ ২০২৪.

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ আদ দ্বীন হাসপাতালে মঙ্গবার দুপুরে এপেন্ডিসাইটিস চিকিৎসা করাতে এসে ভূল চিকিৎসায় পঞ্চম শ্রেণীর ছাত্রী তাছিয়া জাহান (১০) মারা গেছে। মৃত তাছিয়া জাহান সে সোনারগাও উদয়ন আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী। তার মৃৃত্যুর পর ওটি রুমে স্বজনদের আহাজারি করতে থাকেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুল আলম সুমন জানান এই ঘটনায় চার জন ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছেন। নিহতের পিতা মনিরুজ্জামান জানান, তার মেয়ে পেটে ব্যথা অনুভব করলে সোমবার আদ দ্বীন হাসপাতালে নিয়ে আসেন। এপেনডিসাইটের কথা বলেন ডাক্তার তার অপারেশন করাতে হবে বলে ভর্তি করেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ওটিতে হেটে যান তাসনিয়া। ওটিতে অধিক সময় পার হয়েগেলেও মিলছে না তাছিয়া জাহানের দেখা। এদিকে স্বজনদের প্রশ্নমূখিতে ডাক্তাররা এলোমেলো হয়ে যায়। এ ঘটনায় হাসপাতাল ঘীরে রেখেছে স্বজনরা। কেরাণীগঞ্জ দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জন চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্তস্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।

.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট